• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
  • [gtranslate]

নাটোরে দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা।

নিজস্ব প্রতিবেদক / ৯৯ কতো বার পরেছে
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :-
নাটোর সদর উপজেলার চন্দ্রকলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক ও নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
৬ এপ্রিল ( রবিবার) দুপুর সোয়া বারোটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে কয়েকজন দুর্বৃত্ত তার মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় তারা সেলিমকে পাশের একটি চায়ের স্টলে নিয়ে তার মোবাইল ছিনিয়ে নিয়ে হকিস্টিক ও বাটাম দিয়ে অতর্কিতভাবে বেদম মারপিট করে ফেলে রেখে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা সেলিমকে আর কলেজে না আসার জন্য শাসিয়ে যায় বলে জানায় আহত সেলিম। পরে আহত সেলিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সেলিমকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পলাশ কুমার সাহা বলেন, রোগীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মারপিটে তার দুই হাত ভেঙে গেছে।
খবর পেয়ে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। তারা দ্রুত হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে  দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর