শুক্রবার, ২০ মে ২০২২, ১২:৩১ অপরাহ্ন
নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ফিলিপাইন্সে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার (৯ মে) স্থানীয় সময় সকাল ৬টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। করোনা মহামারির কারণে ভোট কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
রয়টার্স জানায়, এ নির্বাচনের মধ্যে দিয়ে ৩৬ বছর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো মার্কোস পরিবারের আবার ফিলিপিন্সের শাসন ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। দেশটির সাবেক একনায়ক ফের্দিনান্দ মার্কোস ও সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র এ নির্বাচনে জিতবেন বলে বিভিন্ন জনমত জরিপে উঠে এসেছে।
তবে র্কোস জুনিয়রের প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত অবস্থানে আছেন লেনি রেব্রেদো। ২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে মার্কোস জুনিয়রকে হারিয়েছিলেন তিনি।
এদিকে নির্বাচন কমিশনার জর্জ গার্সিয়া সাংবাদিকদের জানান, এইবারের নির্বাচনে বিপুল ভোটার অংশগ্রহণ করছেন।
তিনি আরো বলেন, ‘এটি একটি ঐতিহাসিক নির্বাচন। এটি আমাদের কাছে স্মরণীয় নির্বাচন। এর কারণে হলো আমরা মহামারী পরিস্থিতিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করছি। তাই আমরা কেন্দ্রগুলোতে ভোটারদের বেশি উপস্থিতি প্রত্যাশা করছি।’
সূত্র: রয়টার্স, আল-জাজিরা