শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৮:১২ পূর্বাহ্ন
সরকার অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে বলেই দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের মত ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ধর্ষণ হত্যার মাধ্যমে সারাদেশে একটি ভয়ংকর পরিবেশ তৈরি করা হয়েছে।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের উদ্দেশ্যে সরকার একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত কোন পোস্ট দিতে বারণ করা হয়েছে। এর মাধ্যমেই বোঝা যায় সরকার কিভাবে ছাত্র ও তরুণদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করতে চায়। সরকার জনগণের নয় বলেই দেশে নৈরাজ্য বৃদ্ধি পাচ্ছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকল দল মতকে ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান মির্জা ফখরুল।