বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৬:১২ অপরাহ্ন
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনার পেছনে জাতীয়-আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র কি না তা তদন্ত করে দেখতে বলেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন। আজ রোববার (৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের শুরুর দিনে প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন ও ইসরাফিল আলমের শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
হারুনুর রশিদ বলেন, মসজিদে বিস্ফোরণ এ প্রথম ঘটনা। সেখানে অনেক হতাহত হয়েছেন। এ ঘটনাটি কোনো জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কি না তা তদন্ত করে দেখা দরকার। আমি সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃস্টি আকর্ষণ করছি। এ সময় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন। হারুন বলেন, ‘সেনাবাহিনী ও র্যাবের বিস্ফোরণ বিশেষজ্ঞ টিম দিয়ে এ ঘটনা তদন্ত করা দরকার।’ এর পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান।