শুক্রবার, ২০ মে ২০২২, ১২:৪৪ অপরাহ্ন
মোঃবেলায়েত হোসেন বাবু রংপুর :
রংপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন (আসক) ফাউন্ডেশন বিভাগীয় কমিটির উদ্যোগে পথমানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। রবিবার (২৩ জানুয়ারি) রাতে নগরীর কেরামতিয়া মসজিদ, কোর্ট চত্বরসহ বাংলাদেশ ব্যাংক হতে টাউন হল চত্বর পর্যন্ত পথমানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
যারা সারাদিন মানুষের কাছে হাত পেতে নিজের জীবিকা চালিয়ে রাতের আধারে রাস্তার পাশে ফুটপাতে ঘুমিয়ে রাত্রি যাপন করে তাদের পাশে মানবতার হাতটি বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন (আসক) ফাউন্ডেশন। প্রায় ৫০ জন পথমানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সংগঠনটি। শীতবস্ত্র কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের বিভাগীয় সিনিয়র সহ সভাপতি এমকে হাসান লাট্টুর, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আলামিন।
এ সময় সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু বলেন, আমরা গত ১৫ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ৫০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল ও চাদর বিতরণ করি। তারপর আজ আমরা পথে থাকা মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলাম। এই কর্মসূচি আমাদের চলমান থাকবে।