সোমবার, ০১ মার্চ ২০২১, ১০:৩৮ অপরাহ্ন
সূর্য লোকান্ত, থাইল্যান্ড থেকে :
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয় কম্বোডিয়া ও লাওসের কার্যক্রম। দেশগুলোতে নেই বাংলাদেশের দূতাবাস। তাই এ দেশগুলো থেকে কোন বাংলাদেশির কোনোরকম সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে তাদের যোগাযোগ করতে হয় ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে।
দালালের মিথ্যা প্রলোভনে কম্বোডিয়ায় গিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন অনেক বাংলাদেশি। দালালরা তাদের বলেছিল কম্বোডিয়ায় কাজ ও ব্যবসার অপূর্ব সুযোগ রয়েছে।
তারই লোভে পড়ে ৩-৪ লাখ টাকা খরচ করে গিয়েছিলেন কম্বোডিয়ায়। কিন্তু দীর্ঘদিনের করোনা মহামারীর কারণে কোনো আয়ের সুযোগ না থাকায় অনেকেরই খেয়ে না খেয়ে দিন কাটত। কোনো উপায়ন্তর না দেখে তারা বাধ্য হয়ে দেশে ফিরে যেতে ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের কাছে সাহায্য চেয়েছিলেন।
অবশেষে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কম্বোডিয়ায় আটকে থাকা ৭৮ বাংলাদেশিকে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।