বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৭:৩৮ অপরাহ্ন
সুমন ভট্টাচার্য :
মাদক সেবন রোধ করি সুস্থ সুন্দর সমাজ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারকারী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রসাশক মোঃ এনামুল হক বলেন,মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের কাছে গোপনীয় ভাবে তথ্য বা অভিযোগ দিন, তথ্য দাতার নাম দয়া করে কেউ প্রকাশ করবেন না।
বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি সদ্য পদন্নোতি প্রাপ্ত) মোহাঃ আহমার উজ্জামান পিপিএম সেবা’র বলেন, মেয়েরা মায়ের জাত, মায়েরা প্রসিডেন্ট জন্ম দেয়, মায়েরা বিজ্ঞানী জন্ম দেয়, পুলিশ সুপার জন্ম দেয়, আমার মত ডিআইজি জন্ম দেয়,মায়েদের পক্ষে সব সম্ভব, তাই মায়েদের প্রতি তার সন্তানদের প্রতি খেয়াল রাখার অনুরোধ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল রেজা বিশ্বাস, বিশেষ অতিথি মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম(বার) ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ, এ,কে,এম শওকত ইসলাম অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ। বাবুল সরকার, উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ,চন্দন গোপাল সুর পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ, শাহ্ কামাল আকন্দ পিপিএম বার,ওসি কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ, শফিকুল ইসলাম ওসি জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ প্রমুখ।