সোমবার, ০১ মার্চ ২০২১, ০১:৪১ অপরাহ্ন
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাত ১২টার দিকে তাড়াশের খালকুলা বাজারে এ ঘটনা ঘটে। এ সময় আহত ১ সহকারীকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মঞ্জিল হক জানান, সোমবার রাত ১২টার দিকে ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাক ও রাজশাহীগামী একটি বড় কাভার্ড ভ্যান তাড়াশের খালকুলা বাজার এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় ঘটনাস্থলেই ২ যানবাহকের চালক নিহত হন। আহত অবস্থায় ১ সহকারীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা। তাৎক্ষনিকভাবে কারোরই নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউই। কিছু সময়ের জন্য হাটিকুমরুল বনপাড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।