শুক্রবার, ২০ মে ২০২২, ০২:২৫ অপরাহ্ন
এনামুল হক ছোটন : ময়মনসিংহ নগরীর অপরাধ নির্মূলে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর নির্দেশে ময়মনসিংহ নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ১নং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ দুলাল আকন্দ।আজ বুধবার (১১ নভেম্বর) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড এলাকায় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে বিট পুলিশ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১ নং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ দুলাল আকন্দ,বিট অফিসার এসআই রেজাউল করিম, সহকারী বিট অফিসার এএসআই মোঃ ইলিয়াস হোসেন সংগীয় ফোর্স,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার ও এলাকার বিট পুলিশিং কার্যক্রমের সদস্যগণ সহ সর্বস্তরের জনগণ। বিট পুলিশিং মতবিনিময় সভায় ১ নং ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, বিট পুলিশিং কার্যক্রম হলো এলাকার প্রতিনিধিদেরকে নিয়ে অপরাধ নির্মূলে পুলিশিং কার্যক্রমকে তরান্বিত করা। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন অপরাধ ( চুরি, ছিনতাই,ইভটিজিং, বাল্যবিবাহ ও ধর্ষণ) নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।পাশাপাশি পারিবারিক ঝামেলা মামলা বা মোকদ্দমা ছাড়াই উক্ত সমধান বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সম্ভব। যেখানেই অপরাধ, অন্যায়, অবিচার সেখানেই আমাদেরকে প্রতিরোধের দূর্গ গড়ে তুলতে হবে। এছাড়াও তিনি সর্বস্তরের মানুষকে পাশে থেকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান করেন। এছাড়াও আসন্ন শীতে করোনার দ্বিতীয় টেউ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত হাত ধোয়া, মাক্স পরিধান করা ও আশপাশের সকলকে সচেতন করা আমাদের সকলের মৌলিক দায়িত্ব ও কর্তব্য। এছাড়াও গত ১০ অক্টোবর ময়মনসিংহ নগরীর ১৮ নং ওয়ার্ডের কৃষ্টপুর এলাকায় বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভা করা হয়েছিল। তিনি আরও জানান, নগরীর অপরাধ নির্মূলে আমাদের বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে।