বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৮:২১ অপরাহ্ন
নুরুল আমিন, ফুলপুর (ময়মনসিংহ):
স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পে দেশি-বিদেশি অনেক শ্রমিকদের শ্রম ও ঘাম জড়িত। চতুর্থ শ্রেণীর শ্রমিক থেকে শুরু করে বিশ্ব বিখ্যাত প্রকৌশলীরাও আছেন এ তালিকায়। তাদেরই একজন ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুপসি ইউনিয়নের উঠছে গ্রামের দরিদ্র বাবুর্চি রফিকুল ইসলাম শেখ।প্রকল্প শুরুর দিকে বাংলাদেশী শ্রমিকদের জন্য রান্না করার কাজে নিয়োজিত ছিলেন তিনি।
বাংলাদেশি শ্রমিকদের একাধারে ৪ মাস রান্না করেছেন বলে জানান তিনি । রান্নার কাজে তিনি প্রধান বাবুর্চি থাকলেও তাকে সহযোগিতা করেছেন দেশের বিভিন্ন জেলার ১৯ জন সহকারী। প্রকল্প শুরু সময়ে পদ্মা সেতুর মাওয়া ঘাট এলাকায় ছিলো তাদের অবস্থান ।
৩০ হাজার টাকা মাসে বেতন পেতেন তিনি।অবশেষে পদ্মা সেতু উদ্বোধন হলেও বাস্তবে পদ্মা সেতু দেখতে যেতে পারেননি বাবুর্চি রফিকুল। একান্ত সাক্ষাৎকারে তার সেসময়কার স্মৃতিচারণ, উদ্বোধন হলেও বাস্তবে পদ্মা সেতুর না দেখতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন।