শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০৭ অপরাহ্ন
আমিনুল ইসলাম রাজু শেরপুর প্রতিনিধি : শেরপুর সদরসহ ১৪টি ইউনিয়নের সুবিধা বঞ্চিত গরীব অসহায় ও কর্মহীন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শেরপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বরাদ্দকৃত ২০ জন কর্মহীন মহিলাদের এই সেলাই মেশিন বিতরণ করেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জি.এম.আজফার বাবুল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্তসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন