শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৪২ অপরাহ্ন
মো. আমিনুল ইসলাম রাজু, শেরপুর প্রতিনিধি : শেরপুরে ‘সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য সদর উপজেলার মোকসেদপুর উচ্চ বিদ্যালয়ে গ্রাহক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয় । আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জনাব মোঃ চান মিয়া। উক্ত সভায় বক্তব্য দেন বাপবিবোর প্রকল্প পরিচালক জনাব মোঃ শাকিল ইবনে সাইদ, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলী হোসেন, বাপবিবোর নির্বাহী প্রকৌশলী শেখ আহমেদ, স্থানীয় আওয়ামী লীগের নেতা মোঃ শাহজাহান। সভায় ডিজিএম কারিগরি, এজিএম (এমএস) সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহক, কৃষকগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় উদ্বুদ্ধ হয়ে ১০ জন গ্রাহক সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প এর সংযোগ নেয়ার জন্য আবেদন করেন। উল্লেখ্য, ৩, ৫.৫, ৭.৫, ১০, ১৫ ঘোড়া এই ৫ ক্যাটাগরির সাবমারসিবল মটর দ্বারা ৫০টি সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প এর সংযোগ প্রদান করা হবে। এতে সেচ লাইসেন্স এর প্রয়োজন হবে। এই পাম্পগুলির প্যাকেজ মুল্যের ৬০% অনুদান হিসেবে দেওয়া হবে এবং ৪০% মুল্য গ্রাহকেরা পরিশোধ করবেন। যার ১০% ডাউন পেমেন্ট হিসেবে প্রদান করতে হবে এবং বাকি অর্থ মাসিক/বাৎসরিক কিস্তিতে ১০ বছরে পরিশোধ করতে হবে। সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প পরিবেশ বান্ধব এবং এই পাম্প এর মাধ্যমে পুকুরে পানি দেওয়া, ধান মাড়াই, ঘাস কাটার মেশিন চালানো, খাবার পানি সরবরাহ করা ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে। এছাড়াও অফ সিজনে গ্রীডে বিদ্যুৎ বিক্রি করে এই সংযোগ হতে কৃষকগণ লাভবান হবেন।