আমিনুল ইসলাম রাজু শেরপুর: শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরন নেটওয়ার্ক সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন জনাব ড. শাহ্ মোঃ হেলাল উদ্দীন, যুগ্মসচিব (পরিকল্পনা-১), বিদ্যুৎ বিভাগ, বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
রোববার (২৫ অক্টোবর) সকালে শেরপুরে ওই কার্যক্রম পরিদর্শন করেন যুগ্মসচিব। পরিদর্শন পরবর্তী যৌথ পর্যালোচনা সভা সমিতির বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। যৌথ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. শাহ্ মোঃ হেলাল উদ্দীন, যুগ্মসচিব (পরিকল্পনা-১), বিদ্যুৎ বিভাগ, বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সভায় আরও উপস্থিত ছিলেন বাপবিবোর্ডের শতভাগ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ আব্দুর রহিম মল্লিক, পিজিসিবি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আব্দুর রশিদ, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জনাব প্রকৌঃ মোঃ আলী হোসেন, বাপবিবোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব শেখ আহম্মেদ এবং সমিতির ডিজিএম(কারিগরী) জনাব মোঃ আকবর হোসেন মিঞা সহ শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত সভার শুরুতইে জেনারেল ম্যানেজার সমিতির সার্বিক অবস্থার বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি সমিতির এক নজরে তথ্যাবলী, উপকন্দ্রের ক্ষমতা ও বর্তমান অবস্থা, সমিতির উন্নয়ন কর্মকান্ড, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরকিল্পনা, সমিতির অর্জন সমূহ এবং সমিতির বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সর্ম্পকে পাওয়ার পয়েন্ট প্রেজেনেটশনের মাধ্যমে উপস্থাপন করনে। প্রধান অতিথি জনাব ড. শাহ্ মোঃ হেলাল উদ্দীন (যুগ্মসচিব) সমিতির সার্বিক কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। প্রধান অতিথি সমিতির গ্রাহক সেবা আরো উন্নত করনসহ সমিতির অকারিগরী লস শুণ্যের কোঠায় আনার নির্দেশনা প্রদান করেন এবং ৫টি উ পজেলা শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হওয়ায় ধন্যবাদ প্রদান করেন। উক্ত সভা শেষে প্রধান অতিথি অত্র পবিসের মুজিব কর্ণার পরিদর্শন করেন ।