আমিনুল ইসলাম রাজু ,শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার গাজীরখামার উত্তর কান্দা এলাকা থেকে ৩০ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১১টার দিকে আলমগীর হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ। ধৃত আলমগীর হোসেন সদর উপজেলার গাজীরখামার উত্তর কান্দা গ্রামের মৃত ফজললু হকের ছেলে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সুজাউদৌল্লাহ, এএসআই ফজলুল রহমান সঙ্গীয় ফোর্সসহ গাজীরখামার এলাকায় বুধবার নৈশ্যকালীন কর্তব্যরত অবস্থায় এক গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে ওই এলাকা থেকে আটক করে। পরে তার হাতে থাকা প্লাষ্টিকের বাজারের ব্যাগ তল্লাশী করে ২ শ গ্রাম গাঁজা উদ্ধার করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারের শেরপুর সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ধৃত মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।