শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৬:২৭ পূর্বাহ্ন
এনামুল হক ছোটন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাব সেবা সপ্তাহ এর চতুর্থ দিন মঙ্গলবার ( ৫ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহের ব্যাটালিয়ন সদর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -১৪ এর আয়োজনে উক্ত রক্তদান কর্মসূচি পরিচালিত হয়। ময়মনসিংহ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -১৪ এর লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ,ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূঞাঁ,ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান ,ময়মনসিংহের জিলা পরিষদের চেয়ারম্যান ও ময়মনসিংহ রেড ক্রিসেন্টের সভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক এডিএম আয়েশা হক, ময়মনসিংহ রেড ক্রিসেন্টের এর সাধারণ সম্পাদক তাজুল আলম, ঢাকা রেড ক্রিসেন্ট রক্ত ইউনিটের সদস্য ও ময়মনসিংহ যুব রেডক্রিসেন্ট সোসাইটি যুব প্রধান নাজমুল হক সরকার ও সকল সদস্য সহ র্যাব-১৪ এর সকল সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ। রক্তদান কর্মসূচিতে রক্তদান করেন ময়মনসিংহ র্যাব-১৪ এর ৪০ জন সদস্য সহ যুব রেডক্রিসেন্ট সদস্যগন। উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যাব সেবা সপ্তাহ গত ০১ জানুয়ারি থেকে শুরু করে আগামী ১১ জানুয়ারি পযর্ন্ত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে তার মধ্যে দোয়া মাহফিল,এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচি, রক্তদান কর্মসূচি, শীতার্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ,দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ ও দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হবে।