শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০১:৫৩ অপরাহ্ন
আঃআলিম খাঁন রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকেঃ- রায়গঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বিকাল ৩ ঘটিকায় রায়গঞ্জ উপজেলা আওয়ামী কার্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কর্তন করা হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।এসময় আরো উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.ইমরুল হোসেন ইমন তালুকদার, এসময় আরো উপস্থিত রায়গঞ্জ উপজেলার সকল ছাত্র লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।