শুক্রবার, ২০ মে ২০২২, ১২:৪৬ অপরাহ্ন
মোঃ নাঈমুজ্জামান নাঈম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
রামদী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে আচরণ বিধিমালা প্রতিপালন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসী’র সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ নির্বাচন অফিসার আশরাফুল আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।