রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০২:২২ অপরাহ্ন
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীতে একযোগে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এরিধারাবাহিকতায় শুক্রবার (১ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগরীর ০১নং ওয়ার্ডে গোলজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণী হতে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-০২ ও ০১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন, গোলজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গোলজারবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের সভাপতি মোহাম্মদ নুর কুতুবুল আলম প্রমূখ। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উচ্ছ্বাস দেখা গিয়েছে। বই বিতরণকালে বিদ্যালয়গুলোর আঙ্গিনা শিক্ষার্থীদের আনন্দে উৎসবে একাকার হয়ে পড়ে।