শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৬:৫৬ পূর্বাহ্ন
মোঃ বেলায়েত বাবু,রংপুর :রংপুর জেলার কোতোয়ালি থানার পুলিশ গত ইং ২৯-১২-২০২০ তারিখ রাত ০০.৩০ ঘটিকায় লালমনিরহাট জেলা বুড়িমারী হতে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার সহ ছিনতাইকারী চক্রের সদস্য;(১) শ্রী হরি কুমার রায়@ জয় (২৪) পিং শ্রী রণজিৎ কুমার রায় সাং-তেলিপাড়া বটতলা বাজার মহেন্দ্রনগর, জেলা ও থানা লালমনিরহাট কে রংপুর কোতয়ালী থানার এস আই আনিছুর ও এস আই জাহাঙ্গীর গ্রেপ্তার করে। গত ইং ১৭-৫-২০২০ তারিখ রাত্রি ৯.৩০ টার সময় ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম রাজন সঙ্গী পলাশ সহ তার লাল রংয়ের টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল যোগে পাগলাপীর হতে নিজ বাড়ি যাওয়ার পথে হরিদেবপুর ভেলুপাড়া দোয়ানি সড়কের ব্রিজের ফাঁকা জায়গায় অজ্ঞাত নামা ৩/৪ জন ছিনতাইকারী রশি টেনে মোটরসাইকেলের গতিরোধ করে আচমকা লাঠি দিয়ে মারপিট করে তাকে এবং তার সঙ্গে পলাশ সরকারকে হাত পা বেঁধে পাশের ধানক্ষেতে ফেলাইয়া রেখে টাকা, মোবাইল ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। পরে আরিফুল ইসলাম রাজন, পলাশ সরকার হাত ও পায়ের বাধন খুলে ডাক চিৎকার করে স্থানীয় লোকজন ডাকে ও উল্লিখিত ঘটনার কথা বলেন। বাদী প্রাথমিকভাবে চিকিৎসা করে রংপুর কোতয়ালী থানায় মামলা নং৫ তাং ২২-৫-২০২০ ধারা ৩৯২ পেনাল কোড দায়ের করে। বাদী, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ মোটরসাইকেল উদ্ধার ও উক্ত এলাকার নিরাপত্তা বিষয়ে রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নিকট আবেদন জানালে তাৎক্ষণিকভাবে পুলিশ তদন্তে নামে এবং গোয়েন্দা নজরদারি সহ ছিনতাইকারী বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এর প্রেক্ষিতে উল্লিখিত ছিনতাই হওয়া মোটর সাইকেল লালমনিরহাট জেলার বুড়িমারী বাজার হতে উদ্ধার এবং ছিনতাইকারী সদস্যকে গ্রেপ্তার করে । ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের বিরুদ্ধে অভিযান ও তদন্ত অব্যাহত আছে। মোটরসাইকেল উদ্ধার ও ছিনতাইকারী গ্রুপের সদস্যদের গ্রেপ্তার হওয়ার সংবাদে বাদী ব্যবসায়ী ও স্থানীয় সুধী গন সন্তোষ প্রকাশ করে রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় কে ধন্যবাদ জানিয়েছেন।