শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৭ অপরাহ্ন
মোঃ এজাজ আহম্মেদ,রংপুর ব্যুরো : গত (০৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার(ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক ( নিঃ) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে এসআই নিঃ /বাবুল ইসলাম, এসআই ( নিঃ) গোলাম মোর্শেদ, এসআই ( নিঃ) আবু ছাইয়ুম তালুকদার এবং সঙ্গী অফিসার ও ফোর্স এর সহায়তায় আরপিএমপি কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে কোতয়ালী থানাধীন ১৯ নং ওয়ার্ডস্থ রংপুর লাইফ লাইন কমিউনিটি হাসপাতাল সংলগ্ন খন্দকার মেডিসিন কর্নার এর সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় হল- (১) মোঃ আব্দুস ছালাম (২৫) পিতা- মৃত- আব্দুল খালেক, মাতা- রুবিয়া খাতুন, সাং-পুর্ব কামদা, ইউপি- তেলা গুড়ি, থানা- হাতিবান্ধা, জেলা- লাল মনিরহাট , এ/ পি নিয়ামত কদমতলি, ওয়ার্ড নং -৩ জনৈক মোঃ আনিছুর রহমান লালদালান থনা- পরশুরাম, আরপি এমপি রংপুর এর বাসার ভাড়াটিয়া ২) মোঃ আল আমিন(২৫) পিতা- মোঃ নজরুল ইসলাম, মাতা- মোছাঃ আম্বিয়া বেগম, সাং- মেডিকেল পুর্বগেইট, ওয়ার্ড নং- ১৮ থানা- কোতয়ালী আরপি এমপি রংপুর। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।