শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৭:৩৯ পূর্বাহ্ন
মোঃ এজাজ আহম্মেদ,রংপুর অফিস :
রংপুরে দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ।
গত (২৫ সেপ্টেম্বর) শুক্রবার দিবাগত রাতে নগরীর জুম্মাপাড়া রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের পশ্চিম পাশে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেন।
গত (২৬ সেপ্টেম্বর) শনিবার দুপুর বেলা রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ফারুক আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন,রংপুর নগরীর সেনপাড়া প্রাইমারি স্কুলের পিছনে আব্দুল গফুরের ছেলে রায়হান বরকত উল্লাহ (পরাগ) (২৩) ও পীরগাছা পূর্ব দেবুভাতি পাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে আব্দুল্লাহ আলম ওরফে রুবেল(৩০)কে গ্রেফতার করেন।
সেই সময় তাদের কাছ থেকে একটি স্টিলের তৈরি নানচাকু,একটি এক ধার বিশিষ্ট লোহার তৈরি ধারালো ছোরা,একটি স্টিলের পাইপের হাতল একটি চাইনিজ কুড়াল,দুইটি লোহার পাইপ,পাঁচটি বাঁশের লাঠি ও ১৫ ফুট লম্বা পাঁচটি লাইলনের রশিউদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় ১৯৭৪ সালের অস্ত্র আইন সংশোধনী (২০০২) এর ১৯ (ক)(চ) ধারা ও দন্ডবিধি ৩৯৯/৪০২ ধারায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়।