বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৯:০১ পূর্বাহ্ন
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। মঙ্গলবার ২৭ অক্টোবর সকালে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে ত্রিশাল বাজার নিরাপত্তা কর্মীরা। জানা যায়,ত্রিশাল বাজার নিরাপত্তা কর্মীরা বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকাবস্তায় দুই ব্যাক্তিকে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা করে।পরে ত্রিশাল বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সস্পাদক ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকারকে জানালে তিনি থানা পুলিশে খবর দেন।খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার নেকবর আলী (৩৮ ) ও তাজুল ইসলাম( ৩৫)। গ্রেপ্তারকৃতরা ত্রিশাল থানা পুলিশকে জানান, তাহেরপুর উপজেলা থেকে তারা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গাঁজা বিক্রি জন্য যেতে চেয়েছিল। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা করা হয়েছে।