শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৯:০১ অপরাহ্ন
এনামুল হক ছোটন : জাতীয় শ্রমিকলীগের ৫১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজন করে ময়মনসিংহ জেলা শ্রমিকলীগ। ময়মনসিংহ জেলা শ্রমিকলীগের সভাপতি শাহিন এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রাটি ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। উক্ত বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,যুগ্ম আহ্বায়ক শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক আবু সাঈদ ভূইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু,শ্রমিক নেতা কামাল সহ ময়মনসিংহ জেলা শ্রমিকলীগের অনন্য নেতৃবৃন্দ।