রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০২:০৬ অপরাহ্ন
জয়পুরহাটে একটি মোটরসাইকেল থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় চালককে আটক করতে না পারলেও গাড়িটিকে জব্দ করেছে পুলিশ। সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের বাটার মোড় এলাকা থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাটার মোড় এলাকায় একটি মোটরসাইকেলকে দাঁড়ানোর জন্য পুলিশ সিগন্যাল দিলে মোটরসাইকেলের দুই আরোহী গাড়িটি রেখে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ সময় মোটরসইকেল চালক পালিয়ে যান। তবে গাড়ির ভেতরে অভিনব কায়দায় রাখা ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।