শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১০:১৬ পূর্বাহ্ন
ছেলেকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ছেলে সাদমান রাহিম ভূঁইয়া (২২) চালাচ্ছিলেন আর তার পেছনে বসেছিলেন বাবা আনিস উদ্দিন ভূঁইয়া বাবুল (৫৫)। গেল রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মাতুয়াইল এলাকায় এ দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
রাজধানীর মাতুয়াইলে বিদ্যুতের খুটিতে ধাক্কা খেয়েই সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ছেলে রাহিমের, আর ঢাকা মেডিক্যালে পৌছে প্রাণ হারান বাবা বাবুল ভূঁইয়া। রবিবার সন্ধ্যায় সামনের মোটরসাইকেলে ছোট ভাই আর চাচা, আর পেছনের মোটরসাইকেলে বাবাকে নিয়ে চালানো শিখছিলেন রাহিম। দ্রুত গতিতে ছোটা চাচার সঙ্গে পাল্লা দিতে যেয়ে রাস্তার বাঁকে বিদ্যুতের খুটিতে সজোরে ধাক্কা খায় বাবা ও ছেলে। প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নিয়েও শেষ রক্ষা হয়নি বাবার।ছেলে রাহিম শেখ বোরহানউদ্দীন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।