মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৭:৫০ পূর্বাহ্ন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯সেমিনার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র তারিক আহমদ।সভায় বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যানর মাহফুজা খাতুন,রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কোচি খাঁন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গোমস্তাপুর জোন সহকারি প্রকৌশলী জামিলুর রেজা, রহনপুর সরকারি কলেজ প্রভাষক ডঃ আতিকুর রহমান প্রমূখ।