শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৭:৫১ পূর্বাহ্ন
সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ৫জানুয়ারি সকালে ভালুকা উপজেলা পরিষদের হলরুমে এই খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন। সেমিনারে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন, ময়মনসিংহ জেলা খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান, ভালুকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, প্রথম আলো ভালুকা প্রতিনিধি এবং ভালুকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদুল হাসান ফুরাত, ঢাকা টাইমস ভালুকা প্রতিনিধি ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার,Cnnবাংলা টিভি ভালুকা প্রতিনিধিঃ সাইফুল ইসলাম, ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম, ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমিন খান, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান ও সহকারী স্যানিটারি কেবিএম তারেকুজ্জামান মিষ্টিসহ আরও অনেকেই।