মোঃ নাঈমুজ্জামান নাঈম, কিশোরগঞ্জ : “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান” এই স্লোগানকে সামনে নিয়ে কিশোরগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় বেতন বৈষম্য নিরসনের দাবীতে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন ও দাবী বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে কর্মবিরতি কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, মাঠ কর্মচারী এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ্ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশনের বাস্তবায়নে এ কর্ম বিরতি পালন করা হয়। জানা যায়, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ ইং সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি- স্বাস্থ্য পরিদর্শক- ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক- ১২ এবং স্বাস্থ্য সহকারীদের- ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনের জন্য এ কর্মসূচী পালন করে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ। তাদের দাবী না মানা পর্যন্ত অনির্দিষ্টকাল পর্যন্ত কর্মবিরতি কর্মসূচী চলবে বলে জানান সংগঠনের নেতারা।