শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশাল সিটি কর্পোরেশনের কর্মরত কাওসার আলি ইমরান ৮ বছর স্থায়ী সার্ভেয়ার হিসেবে দায়িত্বে থাছেন। তিনি সিটি কর্পোরেশনের আটটি ওয়ার্ডে সার্ভেয়ারের দায়িত্বে থাকলেও সরোজমিনে পরিমাপের সময় অন্য সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে থাকেন। অনভিজ্ঞ এই কর্মকর্তা বিভিন্ন রকম অনিয়ম করে লাখ লাখ টাকার মালিক বনেছে। সম্প্রতিক সিটি কর্পোরেশনের কয়েকটি কাজে তার ব্যাপক অনিয়মে ফুঁসে উঠেছে নগরবাসী। মোটা অংকের বিনিময় ফকির বাড়ি সদর গার্লস স্কুল সংলগ্ন ১৭ নং ওয়ার্ডের ৯ তলা ইমারতের সামনে রাস্তায় ১৫ ফুট সরোজমিনে থাকলেও তিনি প্লান অনুমোদনে দেখিয়েছেন ২৫ ফুট। সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের গাজী ক্লাবের উত্তর পাশে বিধান গংদের নয়তলা ভবনের সামনে সরেজমিনে রাস্তায় ১৮ ফুট থাকলেও প্লান অনুমোদনে দেখিয়েছেন ৩০ ফুট। সাবেক বিসিসি মেয়র আহসান হাবিব কামাল এর সময় ৭ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে চাকরি নেয় এই অনভিজ্ঞ ও দুর্নীতিবাজ সার্ভেয়ার কাওসার অালি ইমরান। এই বিষয়ে কওসার আলী ইমরানের কাছে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সিটি কর্পোরেশনের বাসিন্দারা।