রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০২:৩৯ অপরাহ্ন
বগুড়ায় মায়ের বাসায় গলায় ওড়না পেঁচিয়ে শাহরান তারতিলা পামি (৩৭) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। তিনি জয়পুরহাট জেলার কালাইয়ের হারুঞ্জা এলাকার শেখ মাহমুদুল হকের স্ত্রী। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে মালতীনগরে মায়ের ভাড়া বাসায় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
তিনি বলেন, আমরা জেনেছি মারা যাওয়া পামির স্বামী বগুড়া জেলা কারাগারে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।’