শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০১:৩১ অপরাহ্ন
নুরুল আমিন ফুলপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলপুর সাহিত্য পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী করোনাবিধি মেনে শুক্রবার ফুলপুর পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর সাহিত্য পরিষদের সভাপতি আনন্দ মোহন কলেজের সহযোগী অধ্যাপক আকবর আলী আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, ফুলপুর পৌর মেয়র আমিনুল হক,ফুলপুর মহিলা কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ সহ ফুলপুর সাহিত্য পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য বৃন্দ। আলোচনায় বক্তারা ফুলপুর সাহিত্য পরিষদের উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। তারা আরো বলেন ফুলপুর সাহিত্য পরিষদ উপজেলার কবি সাহিত্যিক সংস্কৃতিমনা ব্যক্তিদের অন্বেষণ করে সংগঠিত করার চেষ্টা করছে। এর আগে সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্ঠা শাহ কুতুব চৌধুরীর স্বরনে কোরান খতম ও দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে সাহিত্য সভা ও কবিতা পাঠের আসর বসে।সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি আশরাফ হোসাইন