বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০৭ অপরাহ্ন
এনামুল হক ছোটন : করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)। ময়মনসিংহ বিভাগীয় শহর সহ বৃহত্তর ময়মনসিংহের অন্যতম চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। আর এই করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে বা অনেক চিকিৎসক বা নার্স তাদের জীবন উৎসর্গ করেও চিকিৎসা সেবা প্রদান করে গেছেন। এমন সময়ে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত প্রদানের লক্ষ্যে সফলতার সাথে দিন রাত নিরলসভাবে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন মমেক হাসপাতাল। আর মমেক হাসপাতালে সুচিকিৎসা সেবা আরও তরান্বিত ও নিশ্চিত প্রদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) কে হাই ফ্লো নেজাল ক্যানুলার (CPAP Ventilator) প্রদান করেন।
রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিকালে হস্তান্তর করা হয়। হস্তান্তর করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে গ্রহণ করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম খান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ৩ টি হাই ফ্লো নেজাল ক্যানুলার (CPAP Ventilator) প্রদান করা হয়। উক্ত হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাঃ আহমার উজ্জামান পিপিএম(সেবা), জেলা পরিষদ চেয়ারম্যান জনাব ইউসুফ খান পাঠান, সিভিল সার্জন ডা.এবিএম মসিউল আলম, উপপরিচালক স্থানীয় সরকার জনাব একেএম গালিভ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামীম আজাদ ও সাংবাদিকবৃন্দ।