মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১১:৩৪ অপরাহ্ন
এনামুল হক ছোটন
বর্তমান সময়ে আলোচিত ঘটনা হলো নারী নির্যাতন ও ধর্ষণ। আর এই ধর্ষণসহ নারী নির্যাতন ও মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় কর্মসূচি অংশ হিসেবে ময়মনসিংহ জেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার( ১০ অক্টোবর) সকালে ময়মনসিংহ জাতীয় পার্টির কার্যালয় সুন্দর মহল থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। ময়মনসিংহ জেলা যুব সংহতি এর সভাপতি আফজাল হোসেন হারুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ জেলার জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ও দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, যুব সংহতি ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন সহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।