রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১১:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আজ ২৭ অক্টোবর,২০২০ মঙ্গলবার ভার্চুয়াল সভার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিক এডভোকেসি ফোরাম (সিএএফ) ময়মনসিংহ জেলা’র কমিটি ঘোষণা করা হয়। আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পৃষ্ঠপোষকতায় নবগঠিত নাগরিক অ্যাডভোকেসি ফোরাম এর কমিটিতে উপদেষ্টা হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা মনি,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম- সম্পাদক কাজী রানা, জেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি খালেদা আতিক,জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাসানী, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের জেলা সভাপতি আবদুল কাদের চৌধুরী মুন্না নির্বাচিত হয়েছেন। নাগরিক অ্যাডভোকেসি ফোরাম (সিএএফ), ময়মনসিংহ জেলা কমিটিতে সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী আইন ছাত্র পরিষদের সভাপতি এবং আওয়ামী লীগের পলিটটিকাল ফেলো ও মাস্টার ট্রেইনার সুমন চন্দ্র ঘোষ। নব-গঠিত কমিটিতে যুগ্ম- সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন, জেলা জাতীয় পার্টির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদ আমিনী রুমি; কোষাধ্যক্ষ পদে সুশীল সমাজের প্রতিনিধি জেলা যুব নাগরিক সোসাইটির সভাপতি শুভ্র চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পদে মহানগর যুব মহিলা লীগের নেত্রী ও জাককানইবি সাবেক ছাত্রলীগ নেতা শারমীন আক্তার লাকী,যুগ্ম- সাংগঠনিক সম্পাদক পদে মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম -সম্পাদক ফারিহা তাসনিম তিথি, ত্রিশাল উপজেলা ছাত্র সমাজের সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোঃ শরিফ উদ্দীন,জেলা ছাত্রলীগ নেতা অ্যাডডভোকেট মাহবুব আলম মামুন। নাগরিক অ্যাডভোকেসি ফোরাম ময়মনসিংহ জেলার নব-গঠিত কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলা মহিলা দলের সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমীন পারভীন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য আনোয়ারা খাতুন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানজীন চৌধুরী লিলি, মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বিএনপির পলিটিক্যাল ফেলো ও মাস্টার ট্রেইনার জাহিদ হোসেন উৎপল, জেলা উত্তর যুবদলের সদস্য এনামুল হক শাহীন, জেলা যুব মহিলা লীগের নেত্রী ও আওয়ামী লীগের পলিটিকাল ফেলো মাহমুদা হোসেন মলি, আইইডি ময়মনসিংহের ব্যবস্থাপক নাসরিন বেগম,স্বাবলম্বী উন্নয়ন সমিতি ময়মনসিংহের ব্যবস্থাপক মনোয়ারুল সেলিম, দৈনিক জাহানের সাংবাদিক রাশেদ আহমেদ নিসর্গ ও জেলা জাতীয়তবাদী মহিলা দলের যুগ্ম- সম্পাদক তাসলিমা মাহজাবিন জেবিন প্রমূখ। আগামী এক বছরের জন্য নির্বাচিত ময়মনসিংহ জেলা নাগরিক অ্যাডভোকেসি ফোরামের বর্তমান কমিটি মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে ভূমিকা পালন সহ সামাজিক ইস্যু, নারীর ক্ষমতায়ন, তরুনদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি ও সর্বোপরি এতদঞ্চলের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা নাগরিক অ্যাডভোকেসি ফোরাম (সিএএফ) গঠনে মুখ্য ভূমিকা পালন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার ও কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক।