রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০২:২৬ অপরাহ্ন
নুরুল আমিন, ফুলপুর (ময়মনসিংহ): বছরের প্রথম কার্য দিবসে ইসলামী ব্যাংক ফুলপুর শাখায় আসা গ্রাহকদের ফুল,মিস্টি ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেছে । শাখার ম্যানেজার আব্দুল্লাহ আল আসাদ এর নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকসেবার এই নতুন ধারায় অংশ নেন। ফুল মিষ্টি ও চকলেট পাওয়া কয়েকজন গ্রাহক এ প্রতিনিধিকে জানান ব্যক্তিগত ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা বিভিন্ন ব্যাংকে লেনদেন করে থাকেন।
বছরের প্রথম কার্য দিবসে ব্যাংকে আসা গ্রাহকদের নববর্ষের শুভেচ্ছা জানানোর এমন উদ্যোগ এই প্রথম দেখলেন তারা । এদিকে বছরের প্রথম দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকদের মাঝে ইসলামী ব্যাংকের এ শাখার পক্ষ থেকে বাৎসরিক ক্যালেন্ডার বিতরন করা হয়। ইসলামিক ব্যাংক ফুলপুর শাখার ম্যানেজার আব্দুল্লাহ আল আসাদ জানান গ্রাহক সেবায় সন্তুষ্ট হয়ে ফুলপুর ইসলামী ব্যাংকের গ্রাহক দিন দিন বাড়ছে। গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন পুরুত্ব স্থানে এটিএম বসানো হয়েছে বলেও জানান তিনি।