মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৭:৩৯ পূর্বাহ্ন
এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়নের টেংরাবাজার পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টেংরাবাজার বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সভা কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪টি পদের বিপরীতে ১ শ’ ১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ সরকারী জুবলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জুর রহমান, যুগ্ম কমিশনারের দায়িত্ব পালন করেন সমাজসেবক বজলুল মামুন, তাজুল ইসলাম ও শহিদউল্ল্যাহ। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম, ইউসুফ রহমান বাবুল,আব্দুল বাতেন। নির্বাচনে মোঃ আব্দুল ছাত্তার ছাতা প্রতীকে ৫৭ ভোট পেয়ে সভাপতি , ডা:সফিক চাকা প্রতীকে ৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক,আকবর আলী তালা প্রতীকে ৬৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ ও তুহিন আহমেদ বই প্রতীকে ৮২ ভোট পেয়ে ক্রিড়া সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে হেদায়েত উল্ল্যাহ, যুগ্ম-সাধারণ পদে খোরশেদ আলম,প্রচার সম্পাদক পদে মো:হোসেন মিয়া ও দপ্তর সম্পাদক পদে রফিকুল ইসলাম। নির্বাচন অনুষ্ঠান পরিদর্শন করেন সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ,সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বীর প্রতিক, আব্দুল হালিম বীরপ্রতীক, ইউপি সদস্য হযরত আলী,আব্দুল কাদির প্রমুখ। স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে নির্বিরোধ ও স্বস্তিদায়ক নির্বাচন সম্পন্ন হওয়ায় সকল সদস্য, প্রার্থী ও নির্বাচন পরিচালনা থাকা সকল কর্মকর্তাকে প্রধান নির্বাচন কমিশনার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।