সোমবার, ০১ মার্চ ২০২১, ১০:২৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে স্বজনদের আহাজারি আর আর্তনাদে কেঁপে উঠছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট। বিস্ফোরণে ৩৭ জনের মধ্যে ২৭ জনই মারা গেছেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৯ জনই সংকটাপন্ন।
স্বজনের পোড়া ক্ষতের যন্ত্রণা তারাও উপলব্ধি করছেন প্রতি মুহূর্তে। এখন কেবল তার ফিরে আসার প্রতীক্ষা আর প্রার্থনা। তবে একজনের সুস্থ হয়ে ওঠা কিছুটা আশার আলো দেখাচ্ছে।
নিহত এক গার্মেন্টসকর্মী ইমরানের জন্য কাঁদছেন পুরো পরিবার। ইমরানের মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তার অন্ধকার।
তার বাবা বলেন, মরণের আগে তওবা-কলেমা পড়ল, এরপরে বলেছে আব্বু আমি আর বাঁচবো না…। সেই আমার ছেলেকে মাটি দিতে হবে…।