শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১০:০১ অপরাহ্ন
প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদায়ী জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক কে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হালিমা খাতুন, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে শাহ্ আল শফি আনসারী, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন।