শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০১:১৩ পূর্বাহ্ন
এনামুল হক ছোটন: সময় পাল্টেছে আর চোর, ডাকাতদেরও চিন্তাভাবনা পাল্টেছে। তেমনি এক ঘটনা ঘটেছে গৌরীপুর উপজেলায় ডেংগা টু তারাকান্দা রুটের দিকে যাওয়ার রাস্তায়। গত মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়িক আসাদুজ্জামান শাহীন তার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান কাউছার এন্টারপ্রাইজ বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। কিন্তু ডেংগা টু তারাকান্দা রুটে বিএসসি ব্রিকস ইটখলা পার হওয়ার সময় হঠাৎ তিনি দেখতে পান ৬-৭ জন ডাকাত প্লাস্টিক দড়ি বেঁধে রাস্তার পাশে দাড়িয়ে আছে।তিনি হার্ট ব্যাক করলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়।রাস্তায় পরে গিয়ে তিনি চিৎকার শুরু করলে রাস্তায় পাশের বাড়ি থেকে আব্দুল মজিদ বাড়ি থেকে বেরিয়ে আসেন ও পাশাপাশি কিছুদূরে আড্ডা দিছিলেন আকাশ, ইব্রাহিম, বিল্লাল, আবু রায়হান ও ফরহাদ আর যখন তারা চিৎকার শুনে ওরাও ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাত দল পালিয়ে যায়। হামলায় আহত আসাদুজ্জামান শাহীন জানান, ওরা যে ভাবে দড়ি বেঁধে রেখেছিলো আমি না দেখলে গলায় দড়ি লেগে পরে গিয়ে মারা যেতাম,আল্লাহর অশেষ দয়ার আমি দেখি ফেলি আর মোটরসাইকেল গতি কমতে পেরেছি ও পড়ে গিয়ে আমি ছিলাছিলি শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসায় আমি ও আমার সাথে থাকা টাকাও রক্ষা করতে পেরেছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এলাকাবাসী আবদুল মজিদ জানান,কিছুদিন আগেই তার বাড়ির পাশ থেকেই পানি সেচের মোটর চুরি হয়ে গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ইব্রাহিম জানান, এখন কিছু ছেলে ইটভাটার আশেপাশের এলাকার ইদানীং মাদকাসক্ত হয়ে পড়েছে ওরা মাদকের টাকা জোগাড় করতে বিভিন্ন অসামাজিক কার্যক্রমে লিপ্ত হচ্ছে তাই ওদের বিরুদ্ধে প্রশাসনের অচিরেই ব্যবস্থা নেওয়া উচিত।