শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৪১ অপরাহ্ন
মোঃ এজাজ আহম্মেদ,রংপুর ব্যুরো: আজ (১৬ জানুয়ারি) শনিবার গাইবান্ধা পৌরসভার পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ব্যালট গননা নিয়ে উত্তেজিত জনতার সাথে আইন শৃংখলা বাহিনীর এক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতার সাথে ধাওয়া পাল্টা ধাওয়া,ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।উত্তেজিত জনতা আইন শৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং ম্যাজিষ্ট্রেটের একটি গাড়ি ভাংচুর করে। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃংখলা বাহিনী অন্তত ৫০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে।যার ফলে ভয়ে আশপাশের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান সংঘর্ষের কথা স্বীকার করে বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।