সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ১২:০৯ পূর্বাহ্ন
এম এ মোতালিব ভুঁইয়া : একের পর এক ধর্ষণের ঘটনা ছড়িয়ে পড়ছে সর্বত্র। এবার দোয়ারাবাজার উপজেলার ২ নং নরসিংপুর ইউনিয়নের এক যুবতীকে ধর্ষণের মামলায় ধর্ষককে আটক করা হয়েছে।ঘটনাটি ঘটে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের জনৈক ষোড়শী মেয়ে পার্শ্ববর্তী দ্বীনেরটুক গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে বুধবার দিনগত রাতে ধর্ষণের শিকার হয়। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে বৃহস্পতিবার ভোর রাতে ধর্ষক মানিককে আটক করে পুলিশে খবর দিলে দোয়ারাবাজার থানার এসআই নোবেল সরকার ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নাজির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।ধর্ষক মানিককে আদালতে পাঠানো হবে।