বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৮:০১ অপরাহ্ন
মোঃ নাঈমুজ্জামান নাঈম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্কুল শিক্ষার্থীদের ইভটিজিং করায় দুই যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জুন, ২০২২ খ্রিঃ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। অর্থদন্ড প্রাপ্তরা হলেন, কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের ৩ ওয়ার্ড বরচর গ্রামের মেন্দু মিয়ার ছেলে সিহাব আহমেদ রাব্বি (১৬) ও একই গ্রামের আহম্মেদ মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৯)।
জানা গেছে, উপজেলার আগরপুর জিসি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের ইভটিজিং করতেছিলো দুই যুবক। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে হাজির হয়ে থানা পুলিশের সহযোগিতায় দুই যুবককে আটক করে ইউএনও অফিসে নিয়ে আসেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধি ১৮৬০, ৫০৯ এর ২৯৪ ধারায়, প্রত্যেকে ১০ হাজার করে ২ জন কে ২০ হাজার টাকা জরিমানা প্রদান পূর্বক মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করে অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ধারায় জরিমানা করে মুচলেকা নিয়ে আটক যুবকদের ছেড়ে দেয়া হয়েছে।