রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৩:০১ অপরাহ্ন
এনামুল হক ছোটন : ময়মনসিংহ সদর উপজেলা ভূমি কার্যালয়ে নব্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী এক উচ্ছেদ অভিযানে বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে যত বাধা আসুক না কেন আমি তা পালন করতে সর্বোচ্চ চেষ্টা করব।গত রবিবার(১৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর টাউন মৌজায় খাস জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ ও দখলদারদের ত্যাগের অভিযানে সময় বেধেঁ দেন এসিল্যান্ড সুরাইয়া আক্তার লাকী। সে সময় তিনি বলেন, সরকারি খাস জমিতে এ ধরনের অবৈধ দখলদার কোন অবস্থাতেই থাকতে পারবে না, যত বাঁধাই আসুক না কেন এদের বিরুদ্ধে আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এর আগে তিনি গত ০৪ সেপ্টেম্বর ময়মনসিংহ সদর উপজেলা ভূমি কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। ময়মনসিংহ সদর ভূমি কার্যালয়ে সহকারী কমিশনার( ভূমি) সাজ্জাদ হোসাইন এর বদলি জনিত কারণে পদন্নোতি প্রাপ্ত হয়ে তার স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে সুরাইয়া আক্তার লাকী জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে সততা, দক্ষতা ও কর্মদক্ষতা সহিত দায়িত্ব পালন করে ময়মনসিংহ সদর উপজেলায় যোগদান করেছেন। তিনি ময়মনসিংহের নেত্রকোনা জেলার কৃতিসন্তান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ৩৪তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় পদায়িত হয়েছিলেন। ইসলামপুর উপজেলায় সততার সহিত সফলতা অর্জন করে ময়মনসিংহ সদর উপজেলায় যোগদান করেছেন। তিনি এখানেও সফলতা সহিত দায়িত্ব পালন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছেন।