শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১০:৪৮ অপরাহ্ন
মোঃ সকেল হোসেন, আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধিঃ ০৭ জানুঃ ২১ইং। দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি, আক্কেলপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জয়পুরহাট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিনার হোসেনের পিতা আফজাল হোসেন সাখিদার আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) বৃহস্পতিবার রাতে (২ টা ৩০ মিনিট) পৌর সদরের পুরাতন বাজার এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বৃহস্পতিবার বাদ আছর পুরাতন বাজার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মরহুমের মৃত্যুতে উপজেলার সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন ও পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।