মোঃ সকেল হোসেন, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে গ্রামীণ সড়ক সম্পূর্ণ সচল রাখতে রক্ষণাবেক্ষণ মাসব্যাপী কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে ১০ টায় উপজেলার সদর হতে রুকিন্দীপুর পাঁচ মাথা সড়কের পার্শ্ব থেকে পাথর ও বিটুমিন ওঠে যাওয়া স্থানে উন্নত প্রযুক্তিতে তৈরি সামগ্রী দিয়ে রাস্তা সচল রাখা কাজের উদ্বোধনের মধ্যে দিয়ে সংস্কার কাজের কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির, প্রেসক্লাব আক্কেলপুরের সভাপতি সফিউল আলম প্রমুখ।
উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা বলেন, মুজিববর্ষ উপলক্ষে অক্টোবর মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাস ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার এলজিইডি আওয়তায় ১৫ জন মহিলা কর্মীর মাধ্যমে বাছাইকৃত সড়কের রক্ষণাবেক্ষণের কাজ শুরুহয়েছে। মাসব্যাপী এই কার্যক্রম অব্যহৃত থাকবে।