মোঃ সকেল হোসেন, আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এ ¯েøাগানকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাধেশ্যাম আগওয়ালা, তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মাহাবুব সজল, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ জোয়াদ্দারসহ সকল ইউনিয়ন সচিবগণ।
এসময় বক্তারা বলেন, নাগরিক অধিকার রক্ষায় জন্মনিবন্ধন একজন শিশুর প্রথম দলিল। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন নিশ্চিত করতে হবে। তাই শিশুর জন্মনিবন্ধন করার বিষয়ে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।