বৃহস্পতিবার, ৩০ Jun ২০২২, ০৯:২৬ পূর্বাহ্ন
ফুলবাড়ীয়া ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় নবাগত ওসি( তদন্ত) কামাল হোসেন একান্ত সাক্ষাৎকারে বলেন, অপরাধ দমনে সকলের সহযোগিতা চাই। যেখানেই অপরাধ সেখানেই প্রতিরোধ। মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ষণ, চুরি, ছিনতাই ও গুজব প্রতিরোধে থানা পুলিশকে তথ্য দিন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অপরাধ দমনে থানা পুলিশ সর্বদা সজাগ ও সোচ্চার। তিনি আরও বলেন অপরাধ দমনে পুলিশের পাশা-পাশি সমাজ সচেতনদের একে অপরের পুরিপূরক হয়ে কাজ করতে হবে।তাহলেই আগামী দিনে ফুলবাড়ীয়াকে আরও বেশী সুন্দর ও শান্তিময় উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য নবাগত ওসি (তদন্ত) কামাল হোসেন ১৫ সেপ্টেম্বর ফুলবাড়ীয়া থানায় যোগদান করেছেন। এর আগে তিনি গফরগাঁওয়ের পাগলা থানায় কর্মরত ছিলেন। ২০০৫ সালে নেত্রকোনা সরকারী কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। পারিবারিকভাবে তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক।