রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১১:৫৯ অপরাহ্ন
মোঃ এজাজ আহম্মেদ, রংপুর প্রতিনিধি:
সোমবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়,রংপুর এর সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এবং বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক পরিচালিত Platforms for Dialogue (P4D) প্রকল্পের আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল ওয়াহাব ভূঞা,কমিশনার, রংপুর বিভাগ,রংপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. শাহনাজ আরেফিন,অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ,রংপুর রেঞ্জের ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আবদুল আলীম মাহমুদ,রংপুর জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব খোন্দকার আজিম আহমেদ, এমডিএস, বিপিএটিসি।এছাড়া ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন Platforms for Dialogue P4D এর টিম লিডার জনাব আর্সেন স্টেপানিয়ান। সেমিনারে অতিথিবৃন্দ সুশাসন নিশ্চিতকরণে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং সরকারি অফিসসমূহে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রতিপালন বিষয়ে গুরুত্ব আরোপ করেন।