সোমবার, ০১ মার্চ ২০২১, ০৬:২৭ অপরাহ্ন
শফিকুল ইসলাম লিটন ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা টু ঘাটাইল সড়কে নাফকো ফার্মা লিঃ এর সামনে চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে,রাকিব (১৬) নামের এক মটর সাইকেল চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়।এলাকা সূত্রে জানাযায় নিহত রাকিব, মেধুয়ারী গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে।খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দূত ঘটনাস্থলে ছুটে এসে নিহত ব্যক্তিকে উদ্ধার করেন।ভালুকা মডেল থানার সাব ইন্সপেক্টর আবুল কালাম জানান, নিহতের পরিবার বাদি না হওয়ায় কোন মামলা হয়নি ও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয় নি। নিহত রাকিবের মরদেহ পরিবার কাছে তুলে দেন।