বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৮:৪৫ পূর্বাহ্ন
বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর পক্ষ থেকে “বাংলাবাজার পত্রিকা” অফিস পরিদর্শনে বনেকের নেতৃবৃন্দ। সংগঠনে তালিকাভুক্ত অনলাইন নিউজ পোর্টালগুলোর ধারবাহিক পরিদর্শনের অংশ হিসেবে এই পরিদর্শন। এসময় নেতৃবৃন্দ ‘বাংলাবাজার পত্রিকার’অবগাঠামো দিক থেকে বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পোর্টালটির অফিসটিতে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারিদের সাথে কুসল বিনিময় করেন নেতৃবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের সভাপতি মোঃ খায়রুল আলম রফিক , সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাহার হোসেন সুজন এবং প্রচার সম্পাদক ও ‘বাংলাবাজার পত্রিকার’সম্পাদক নাহিদুর রহমান ।
বনেকের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম আসাদ ‘বাংলাবাজার পত্রিকার’ প্রশংসা করে বলেন, ‘বাংলাবাজারের অফিস পরিদর্শনে আসার পর আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে যে জিনিসটি তা হলো, এখানে বেশিরভাগ কর্মিরাই হলো তরুন এবং সাংবাদিকতার ছাত্ররা। এদেশকে পরিবর্তন করতে হলে অবশ্যই তরুনরা কাজ করতে হবে।’
তরুনদের এ বয়সে কাজের সুযোগ করে দেয়াতে বাংলাবাজারের সম্পাদক নাহিদুর রহমানকে ধন্যবাদ জানান সংগঠনটির সাধারণ সম্পাদক।
বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর সভাপতির নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ প্রায় ২ ঘণ্টা অফিসটিতে অবস্থান করেন। এসময় সভাপতি পোর্টালটির উত্তর উত্তর সাফল্য কামনা করে নানা পরামর্শও প্রদান করেন। তিনি বলেন, ‘আমাদের সংগঠনের সবগুলো নিউজ পোর্টালের মান ধরে রাখতে আমরা পর্যায়ক্রমে আমাদের সদস্যদের পোর্টালের সার্বিক খোজখবর নেই। তারই ধারাবাহিকতায় আজকে এই অফিস পরিদর্শন।’